শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় একটি বিশাল সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ১২ কোটি টাকা মূল্যের অবৈধভাবে আনা পণ্য আটক করেছে, যা সিলেট সীমান্তে এযাবৎকালের সবচেয়ে বড় চোরাচালান ধরা পড়ার ঘটনা।
বুধবার, ১২ মার্চ, বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ আরও অনেক পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এই সাফল্যের কথা জানান। তিনি বলেন, “ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ফলস্বরূপ এই বিশাল চোরাচালান ধরা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, আটককৃত পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা সিলেট সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Reply