ফেইসবুক নিয়ে চলে
অবিরাম খেলা ,
ফেইসবুকে চেয়ে চেয়ে
কেটে যার বেলা ।
দিন নাই রাত নাই
চলছে তো চলছে ,
ফেইসবুক নিয়ে সবাই
খেলার নেশায় জ্বলছে ।
শিশু কিশোর যুবক যত
আছে মোবাইল হাতে ,
এক সাথে বসে দেখে
দিনে এবং রাতে ।
খাওয়ার কথা নেই মনে
শুধু চেয়ে থাকে ,
বাবা মা বসে ভাবে
খাবার ঢেকে রাখে ।
পড়া লেখার নাই খবর
এই নেশায় পরে ,
পেটে খিদা লাগে না যে
অশান্তিটা ঘরে ।
চোখের আলো যায় কমে
অল্প দিনের মাঝে ,
দিনে দিনে অলস হয়ে
মন বসেনা কাজে ।
নামাজ রোজায় মন বসেনা
ধর্ম কর্মে নাই ,
এমন একটা নেশার মাঝে
কোথা বল যাই ।
ঘরের ভিতর অশান্তি যে
সারাদিন চলে ,
অবাধ্য আজ সন্তান গুলো
দুস্ট হয় বলে ।
ফেইসবুকের নেশায় পরে
নস্ট সমাজ আজ ,
ছেলে মেয়ের পড়া লেখা
নাই কোন কাজ ।
১৬ – ০৫ – ২০২০ খৃষ্টাব্দ
Leave a Reply