সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী সিএনজিতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ মার্চ) সকাল৯টার সময় উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে মারাদেওরা চৌড়াবাড়ি জামে মসজিদের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে, ফুলপুর থানার এসআই জহুরুল ইসলাম জানান, গৌড়দ্বার থেকে যাত্রীবাহী একটি সিএনজি ফুলপুরের দিকে যাচ্ছিল। পরে মারাদেওরা এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন, সিএনজির যাত্রী হাসাদ হোসেন (১৮), আবুল কাশেম (৫০) ও চালক আশিক মিয়া (২০)। হাসাদ ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র। কাশেম নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের নব্বে আলীর পুত্র ও আশিক শেরপুর জেলার নকলা উপজেলার সাতুগাও গৌড়দ্বার গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।
এ ঘটনায় আরও ৩ যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, লাভলী খান (৪৫), ইসহাক (৪৫) ও স্বপন (১৭)। লাভলী উপজেলার হাটপাগলা গ্রামের জুনাইদের স্ত্রী, ইসহাক অজ্ঞাত ও স্বপন হাটপাগলা গ্রামের রাসেলের পুত্র।
তাদেরকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনা বিষয়ে, জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply