বিনোদন ডেক্স: বলিউড সুপারস্টার সালমান খান এবারের ঈদে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত তার আসন্ন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। পরিচালক এ আর মুরুগাদোসের এই ছবিতে সালমানকে দুর্দান্ত অ্যাকশন লুকে দেখা যাবে। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি, তবুও বড় অঙ্কের আয় করে ফেলেছে ‘সিকান্দার’।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইতোমধ্যেই বিভিন্ন চুক্তির মাধ্যমে সিনেমার মূল বাজেটের ৮০% অর্থাৎ ১৬৫ কোটি টাকা আয় করেছেন।
ওটিটি রাইটস (নেটফ্লিক্স): ৮৫ কোটি টাকা (যদি সিনেমাটি ৩৫০ কোটি ছাড়ায়, তাহলে এই চুক্তি ১০০ কোটি পর্যন্ত বাড়তে পারে)। স্যাটেলাইট রাইটস (টিভি চ্যানেল): ৫০ কোটি টাকা। গানের স্বত্ব (জি মিউজিক): ৩০ কোটি টাকা। সালমানের পারিশ্রমিক বাদে সিনেমার বাজেট: ১৮০ কোটি টাকা। প্রচার ও বিজ্ঞাপনের জন্য বরাদ্দ: ২০ কোটি টাকা। মুক্তির তারিখ: ঈদ-উল-ফিতর ২০২৪। সংগীত পরিচালক: প্রীতম। অভিনেত্রী: রাশমিকা মান্দানা (সালমানের বিপরীতে), কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ।
বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে উন্মাদনা রয়েছে। সিনেমাটি যদি ৩৫০ কোটি টাকার বেশি আয় করতে পারে, তবে এর ডিজিটাল রাইটস, স্যাটেলাইট চুক্তি, ও গানের স্বত্ব মিলিয়ে মুক্তির পর মোট আয় ১৮০ কোটি ছাড়িয়ে যেতে পারে।
সালমান ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদের দিন, যখন ‘সিকান্দার’ বক্স অফিসে কেমন ঝড় তোলে তা দেখার জন্য!
Leave a Reply