মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। কৃষক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, সাবেক যুবনেতা ইকবাল কবির পলাশ, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা মামুন, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম, কুতুবপুর ইউনিয়ন যুবনেতা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রনেতা আনোয়ার হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কোয়েল, রুমি খান, আসাদুল ইসলাম, ইকবাল খান, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, সাধারণ সম্পাদক লিখন মিয়া, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন, কৃষক দলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফারুক মিয়া, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক লায়লা আরজুমান লাকী, পৌর শ্রমিক দলের সভাপতি বিপ্লব মিয়া, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, পৌর যুবদলের আহবায়ক সৈকত ইসলাম, যুবনেতা উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ সকলের জন্য দোয়া করা হয়।
Leave a Reply