তরী বাহিয়া চলছে মাঝি
যাবে সে কত দূর
জানা নাই ঠিকানা তার
ছেড়া পাল ভাঙ্গা বৈঠা
নড়বরে তরীর ঘুরা ,
কখন যে তরী যাবে ডুবে
নাইতো মাঝির জানা
তবু্ও মাঝি যাচ্ছে বেয়ে
গাহিয়া মধুর গান
বক্ষে তার শত স্মৃতি
নয়নের জলে
মুছে তা বারবার ,
নেই ক্লান্তি তবুও তার
তার পরেও যেতে হবে
বহু দুর
অচেনা অজানা সেই ঠিকানায়
আঁধার নাকি আলো
দুর্গম সে পথের
কে দিবে তারে ঠিকানা !
৭ ফেব্রুয়ারী ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply