বিনোদন ডেস্ক: লাল শাড়ী পরিয়া কন্যা, ও কন্যা কাইন্দো না, কন্যা মন দিলানাসহ অসংখ্য জনপ্রিয় গানের জনক সঙ্গীতশিল্পী সোহাগ। এমনসব গানের মাধ্যমে সারাদেশসহ বাংলা ভাষাভাষীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সোহাগ। ২০০৫ সালে ‘রক্ত আলতা পায়’ শিরোনামে সোহাগের একক গানের অ্যালবাম প্রকাশ পায়। সেই অ্যালবামের একটি গান লাল শাড়ী পরিয়া কন্যা গানটি চরম জনপ্রিয় পায়। সেই সময় ওই গানের অ্যালবামের প্রায় ৩০ লাখ ক্যাসেট বিক্রি করে অডিও ইন্ড্রাস্ট্রিতে ব্যাপক সারা ফেলে দিয়েছিলো। বর্তমানে তিনি দেশ ও দেশের বাইরে স্টেজ পারফরমেন্স নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
সোহাগের ভক্তদের জন্য এ বছর ভালোবাসা দিবসে নতুন চমক। আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে ইতালি প্রবাসী গীতিকার আরিফ শেখের লেখা ও সুরে নিজের সংগীত আয়োজনে ‘তোমাকেই যেন পাই’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন শিল্পী সোহাগ।১৪ ফেব্রুয়ারি সোহাগের ইউটিউব চ্যানেল https://youtube.com/@voiceofshohag-xn6rv?si=G36sDMYDGg97MJU2 ‘ভয়েজ অফ সোহাগ’এ প্রকাশিত হয়েছে ‘তোমাকেই যেন পাই’ শিরোনামের এই গানটি।
এই গানের ব্যাপারে এই গানটির গীতিকার ও সুরকার আরিফ শেখ বলেন, আমি গানটি সোহাগের জন্যই মূলত লিখেছি। তার গায়কীর সাথে কোন গান মিলবে সেটা মাথায় রেখেই গানটি লেখা। সোহাগ গানটি দারুণভাবে গেয়েছে। আশা করছি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।
এ গান প্রসঙ্গে সোহাগ বলেন, শেখ আরিফের সুর ও লেখায় গানটি আমি গেয়েছি। শেখ আরিফ ভাই গানটি অসাধারণ লিখেছেন ও সুর করেছেন। আশা করছি স্রোতাদের গানটি ভালো লাগবে। ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাত হওয়ার কারনে এখন সুধু অডিও রিলিজ করা হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে গানটির ভিডিও ‘ভয়েজ অফ সোহাগ’ ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আশা রাখি এই গানের মাধ্যমে স্রোতারা পুরোনো সোহাগকে ফিরে পাবে। স্রোতাদের বলতে চাই তারা যেন সুস্থ ধারার বিশুদ্ধ গান শুনেন।
Leave a Reply