কুটুম কুটুম ডাকছে যেন
হলদে পাখি বনে,
মধুর সুরে ডাকছে কোকিল
শিমুল গাছের ডালে।
শালিক চড়ই দোয়েল শ্যামা
কৃষ্ণচূড়া গাছে,
বাবুই পাখির কিচির-মিচির
তাল গাছের ডালে।
অম্র মুকুল গন্ধ বিলায়
ভ্রমর দলে দলে,
প্রজাপতি হেলে দুলে
ফুলের পাপড়ির সনে।
রাখাল বাজায় বাঁশের বাঁশি
বট গাছের তলে,
বাউলের একতারাটা
গানের সুরে সুরে।
মাঝি ভাই বৈঠা ধরে
ভাটিয়ালি সুর,
পারাপার এপার ওপার
আড়িয়াল খাঁ নদী।
Leave a Reply