মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের নলডাঙ্গায় ৪নং পিপরুল ইউনিয়নের সরদারপাড়া নামক গ্রামের ওস্তার (৫২) পিতা মৃতসুকুর মৃধা এর একমাত্র বসতবাড়ী আগুনে পুরে ছাই। ধারনা করা হয় বিদ্যুতিক বাল্প বাস্ট হয়ে এই আগুনের সুত্রপাত ঘটেছে। সন্ধা ৬:৫০ মিনিটে আগুনের সুত্রপাত ঘটে ২০-২৫ মিনিটে পুরে ছাই। এসময় বিদুৎ না থাকায়, দমকলকর্মী পৌছানোর পুবের্ই গ্রামবাসী পুকুর থেকে পানি এনে অনেক চেষ্টা করে রক্ষা করা সম্ভব হয়নি মোঃ ওস্তারের একমাত্র ঘরটি। ১টি ফ্রিজ, ১টি সুকেস,১টি বাকসা,২টি খাট, নগদ ৬০ হাজার টাকাসহ অন্যান্য আসবাবপত্র ও টিন সেটের বাড়ীসহ তিন থেকে চার লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবারের একমাত্র অভিভাবক ওস্তার এবং গ্রামবাসী। ১ছেলে,১মেয়ে এবং পরিবারসহ স্বয়- সম্বলহীন ওস্তার হোসেন।
Leave a Reply