জামান ভূঁইয়া
চলছে দেশ লাগামহীন
চলছে এলোমেলো ,
আইন কানুন মানছেনা কেউ
কেমন স্বাধীন পেলো ?
শিক্ষকদের আজ করছে অপমান
ছাত্র ছাত্রী মিলে ,
স্বাধীনতা এনে তোমরা আজ
কেমন শিক্ষা নিলে ?
স্বৈরাচার করলে বিদায়
শান্তি পাবে বলে ,
দেশের মানুষ কাঁদছে কেন
চোখের জল ফেলে ?
লুটপাট প্রতি দিন
চলছে সারা দেশে ,
কারা এসব করছে দেখ
ডাকাতের বেশে ?
মাজার ভাংচুর মসজিদ ভাংচুর
মন্দিরে দেয় আগুন ,
এসবের প্রতিবাদ করতে হবে
জলদি সবাই জাগুন ।
জবাই করে মারছে মানুষ
মারছে গুলি করে ,
পুড়িয়ে মারছে আরো কত
দিন রাত ভরে ।
পীরের দরবার করে লুট
নেয় গরু ছাগল ,
লুট করলেন মাথায় টুপি
এ কোন পাগল !
নাই বিচার এসব কাজের
নাই শাসন তার ,
থামবে নাকি চলবে এসব
দেখবো কত আর ?
কলেজ করলো ভাংচুর আর
করলো লুট তাতে ,
নিয়ে গেলো যা আছে তাই
তাদের দুই হাতে ।
অট্ট হাসি দিচ্ছে আবার
করছে নাচানাচি ,
লুটের মাল দেখিয়ে তারা
বলছে আগে বাঁচি ।
বিচার তাদের করবে কে
স্বাধীন এ দেশে ,
লাগামহীন চলছে দেশ
হবে কি শেষে !
Leave a Reply