আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের গারো পাহাড়ের সীমান্তে চার সাংবাদিকের উপর চোরাকারবারিদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে শেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জাতীয় দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মোঃ জুবাইদুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, দৈনিক তথ্যধারা সাংবাদিক ময়না প্রমূখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২২ জানুয়ারি রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় চোরাকারবার সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। এসময় সাংবাদিকদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্তরা হলেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শফিউল আলম সম্রাট। এ ঘটনায় গত ২৩ জানুয়ারি রাতে শ্রীবরদী থানায় মামলা করা হয়। তবে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
Leave a Reply