নিজস্ব প্রতিবেদকঃ ২৩ জানুয়ারি খ্রি. তারিখ ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন অর রশিদ মহোদয়ের সভাপতিত্বে উপ-পুলিশ কমিশনার(ওয়ারী বিভাগ) ডিএমপি, ঢাকা কার্যালয়ের সম্মেলন কক্ষে ওয়ারী বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ডিসি মহোদয় ওয়ারী বিভাগাধীন সকল থানা ও ফাঁড়ির অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট তামিল, ছিনতাকারী, চাঁদাবাজ, পলাতক আসামী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে উপ-পুলিশ কমিশনার মহোদয় থানার অফিসার ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন। সভায় জনাব সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন); জনাব এম.এম. সবুজ রানা, সহকারী পুলিশ সুপার (ডেমরা জোন); জনাব আসিফ মাহমুদ গালিব, সহকারী পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) এবং ওয়ারী ডিভিশনের সকল থানার অফিসার ইনচার্জগন, পেট্রোল ইন্সপেক্টরগণ ও সকল ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply