নিজস্ব প্রতিবেদক: মোঃ ফারুকুল ইসলাম ছাত্র জীবন থেকেই একজন আদর্শ ও সফল সংগঠক হিসাবে কৃতিত্বের সাথে মানবিক ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখে আসছেন।
তিনি ১৯৬৫ সালের ৫ আগস্ট বরিশালের মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন, ডিগ্রি পাস করার পর ১৯৯০ সাল থেকে তিনি ঢাকায় অবস্থান করেন এবং সেই সময় ঢাকায় মুক্তাঙ্গণ নাট্যগোষ্ঠী নামে একটি থিয়েটার প্রতিষ্ঠা করেন। তার নির্দেশনায় গাইড হাউস, মহিলা সমিতি, শিল্পকলা একাডেমি সহ ঢাকার বিভিন্ন মঞ্চে বহু নাটক মঞ্চায়িত হয়েছে, পাশাপাশি ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনে স্ক্রীপ্ট রাইটার হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অনেক নাট্যাংশ রচনা করেন এবং নির্দেশনা দেন। ২০১১সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ময়মনসিংহের ত্রিশালে একটি হাইস্কুলে শিক্ষকতা করেন । করনা পরবর্তী সময়ে তিনি আবার ঢাকায় চলে আসেন, তারপর থেকে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। বর্তমানে তিনি দৈনিক মুক্ত খবরে স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।
সাংবাদিকতার সুবাদে ২০২২সাল থেকে তিনি ঢাকা এবং সারা দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাথে যুক্ত হন। ২০২৩ সালের ২৮ অক্টোবর জতীয় প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে আরজেএফের অর্থ সচিব নির্বাচিত হন। দীর্ঘ এক বছরে স্বচ্ছ ও নিষ্ঠার সাথে নানাবিধ কর্মকান্ডে তার মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে আরজেএফ এর দৃষ্টিতে তিনি আবারও একজন নীতিবান, মানবিক সমাজ সেবক ও সফল সংগঠক হিসাবে বিবেচিত হন, অর্জন করেন নিখুঁত ও পরিচ্ছন্ন কর্মের বিশ্বস্থতা। তারই স্বীকৃতি স্বরুপ গত ৩০ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আরজেএফ এর বিজয়দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক জনতার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলীর হাত থেকে বিজয় সম্মাননা গ্রহণ করেন । আরজেএফ পরিবার তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন ।
Leave a Reply