সিলেট ব্যুরো : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র নিউজ কাভারেজের জন্য পাসকার্ড পাননি বলে অভিযোগ করেছেন সিলেটে কর্মরত জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ। জানা যায়, বিসিবি সিলেটের মিডিয়া ম্যানেজার বরাবরে নিউজ কাভারেজের লক্ষ্যে পাসকার্ডের জন্য লিখিত আবেদন করেন জাতীয় দৈনিক ঘোষণা’র সিলেট ব্যুরো প্রধান মোঃ ফখর উদ্দিন, ফটো সাংবাদিক মোঃ শাহীন আলম সহ আরো কয়েকজন সাংবাদিক। এদিকে ৫ জানুয়ারি রবিবার সিলেটে কর্মরত ৫০% সাংবাদিক পাসকার্ড পেলেও জাতীয় দৈনিক ঘোষণা’র সিলেট ব্যুরো প্রধান মোঃ ফখর উদ্দিন, ফটো সাংবাদিক মোঃ শাহীন আলম সহ অনেকেই পাসকার্ড পাননি। এ ব্যাপারে সাংবাদিক ফখর উদ্দিন জানান, বিসিবি’র মিডিয়া ম্যানেজারের সাথে কথা বললে, “তিনি জানান ১৫০ জন সাংবাদিক পাসকার্ডের আবেদন করলেও পাস হয়েছে মাত্র ৮০টি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে পাসকার্ড গুলো ইস্যু করা হয়েছে, এ ব্যাপারে আমার কিছুই করার নেই।
Leave a Reply