জামান ভূঁইয়া
মামার বাড়ি যাব আমি
ভাবছি মনে মনে ,
ফল ফলারী খাব সেথায়
বসে মামার সনে ।
আষাঢ় মাসের বৃষ্টি জলে
করবো গোসল সেথা ,
আমার মায়ের ছোট্ট বেলার
যেথায় স্মৃতি গাঁথা ।
নদীর জলে হেসে খেলে
ধরবো আমি মাছ ,
মামার বাড়ির পুকুর পারে
বুনবো খেজুর গাছ ।
আম জাম আর কাঁঠাল খেজুর
জামরুল আতা কলা ,
নাস্তা খাব মামার সাথে
বসে সকাল বেলা ।
দুপুর বেলা খাব আমি
টাটকা মাছের ঝোল ,
চাঁদনি রাতে নানির মুখে
শুনবো মজার বোল ।
Leave a Reply