জাতীয় ফল কাঁঠাল খাইলে
বাড়ে দেহে শক্তি ,
আমে আছে প্রচুর ভিটামিন
তাই তাতে ভক্তি ।
জাম খাইলে ভারে দেহে
অনেক অনেক রক্ত ,
কাঁচা পেয়ারা খাইলে পরে
দাঁত হয় শক্ত ।
আনারসে রসে ভরা
সারে সর্দি জ্বর ,
তারপরে খাইলে মধু
মর তবে মর ।
আপেল খেলে দেহ থেকে
দূর করবে রোগ ,
আনার আঙ্গুর বেশি খেলে
শক্তি হবে যোগ ।
ভিটামিন সি পাইতে
খাবেন বেশি কুল ,
কিডনি রোগীর খাওয়া নিষেধ
কামরাঙার জুল ।
তাল খাবেন ভাদ্র মাসে
পাবেন দেহে বল ,
ফল খাওয়ার পরে কিন্তু
কেউ খাবেনা জল ।
কাঁচা পেঁপে খাবেন বেশি
পেট থাকবে ভালো ,
পেট ভালো থাকলে সবার
দেহ হবেনা কালো ।
একেক ফলের একেক গুন
আল্লাহ দিলেন ভরে ,
পুষ্টি দেহে ভাড়াতে হলে
কলা রাখবেন ঘরে ।
কত রকম ফল আল্লাহ
দিলেন ভবের মাঝে ,
খাবেন সবাই ফলফলারী
সকাল দুপুর সাঁজে ।
Leave a Reply