নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টি বোর্ডের স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী শেখ আজিমুদ্দীন আহমদকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২৬ বর্ষের
নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচা
মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর, রবিবার, সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ৪০ বছরের
ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যর অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত
হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক,
গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের
সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে
সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর
ইসলাম। তিনি বলেন, “সংবাদপত্রের শক্তি আমাদের সমাজ ও রাষ্ট্রের একটি
গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জাতীয় সাংবাদিক সংস্থা সেই শক্তিকে সংহত করতে
অগ্রণী ভূমিকা পালন করছে।”
বিশিষ্ট সুফি তত্ত্ববিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা খাজা ওসমান
ফারুকী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন না বদকার মাজহারুল আনোয়ার
(এমজেএফ), মোঃ জাকির হোসেন রিপন, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা,
ঈশিতা ইসলাম, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, এবং মোঃ
বিপ্লব। তারা সাংবাদিকতার উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার ভূ
প্রশংসা করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতা ও সমাজসেবক মোঃ সাউকি বিপ্লব
তার বক্তব্যে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ত্বারোপ করেন।
তিনি বলেন, “সাংবাদিকদের শুধু তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে
সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।” তার বক্তব্য শ্রোতাদের মধ্যে ব্যাপক
সাড়া ফেলে। অনুষ্ঠানের শেষে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের
হৃদয় জয় করে নেয়।
Leave a Reply