মোঃ আতিকুর রহমান মিরন: ৫৪ তম মহান বিজয় দিবস মুলাদী উপজেলায় উৎসবমুখর পরিবেশে সকাল ৯ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয উৎসবে দিনের সূচনা হয়।নির্বাহী কর্মকর্তার পাশে থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন মোঃ জহিরুল ইসলাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। জাতীয় পতাকা সালাম প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্য।বিজয় উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করেন জনাব পরাক শাহ সহকারী কমিশনার ভূমি, ডাঃ মোঃ সাইয়েদুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, মোঃ তানজিমুর রহমান উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, মোঃ রেজাউল করিম প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ মোঃদেলোয়ার হোসেন মুলাদী সরকারি কলেজ। ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ। জাতীয় পতাকা উত্তোলনের পরপর বিজয় মেলার উদ্বোধন করেন মোঃ নিজাম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজয় মেলায় দেশীয় নানান ধরনের পিঠা শোভা বর্ধন করে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মুলাদী ফেয়ার ক্লিনিক ও ইসলামিয়া ক্লিনিক অংশগ্রহণ করে। ১১ ঘটিকায় শহীদ আলতাপ মাহমুদ হল রুমে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,সংবর্ধনা অনুষ্ঠানের মোঃ নিজাম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ব করেন তিনি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড । সারাদিন খেলাধুলা ও আনন্দ উল্লাসে মুলাদী সরকারি কলেজ মাঠ উৎসবে মুখরিত হয়ে থাকে। বিকাল ৩:০০ ঘটিকায় মুলাদী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উদ্বোধন করেন মোঃ নিজাম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফুটবল খেলায় অংশগ্রহণ করেন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন ও গাচুয়া ইউনিয়ন।কাজিরচর ইউনিয়ন ৩ গোল ও গাছুয়া ইউনিয়ন ১ গোল দিয়ে খেলা সমাপ্তি ঘটে। খেলার পরিচালনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন ক্রীড়া শিক্ষক মুলাদী সরকারি কলেজ। সহকারি পরিচালনায় হিসেবে ছিলেন মোঃ দিদারুল হাসান খান ও মোঃ এবনুল হাসান খান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মোঃ নিজাম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুরস্কারের অংশ হিসাবে পূর্বের দিন শিশু শিক্ষার্থীদের জাতীয় স্মৃতিসৌধ অংকনের পুরস্কার বিতরণ ও করেন। প্রথম স্থান লিবা পঞ্চম শ্রেণী আল রাজী ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় স্থান আফরিন চাইল্ড কেয়ার তৃতীয় স্থান মুমিনুন রোজা আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুল।গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আরিফুর রহমান প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুলাদী উপজেলা।
Leave a Reply