বিশেষ প্রতিনিধি, এস এম শাহ আলমঃ বরিশাল জেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে চুনারচর গ্রামে ৩ নং ওয়ার্ডের মমতাজ ফকিরের ছেলে সাইফুলকে হাজারীবাগ থানা থেকে পুলিশ গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায় মমতাজ উদ্দিনের ছেলে ছাইফুল ফকির দীর্ঘদিন যৌতুকের দাবিতে তার স্ত্রীর সাথে বিরোধ করে এসেছিল। গত ৬/১১/২৪বুধবার না নার্গিস বুধবার আনুমানিক সকাল ১১ টা ১৫ মিনিটে সাইফুলের স্ত্রী তানজিলা বেগমের সাথে সাইফুল বিতর্কিত সৃষ্টি করে। তানজিলা যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তাহার স্বামী সাইফুল ফকির ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের কে নিয়ে, তানজিলাকে মারপিট করে, ও তানজিলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এবং এলাকায় মিথ্যা গুজব ছড়িয়ে দেয় তানজিলা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটাবার পর সাইফুলফকির পালিয়ে যায় এলাকা থেকে অতঃপর সাইফুলের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন তাকে গ্রেফতারের দাবি জানান, এবং ঘটনাটি থানায় অবগত করেন। কাজিরহাট থানার পুলিশ ঘটনার গিয়ে তানজিলার মৃত্যু দেহ, ময়নাতদন্ত জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠান, অতঃপর ১৭/১১/২৪তানজিলার মা বাদী হয়ে কাজিরহাট থানা সাইফুল ফকির সহ পাঁচজনকে নামে আরও অজ্ঞাতনামা তিনজন শহর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬,এ ঘটনার সূত্রে গত 14 ডিসেম্বরশনিবার গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সাইফুলের তথ্য পেয়ে। এসআই মেহেদিকে সাইফুলকে গ্রেফতারের জন্য ঢাকা যাওয়ার নির্দেশ দেন। এসআই মেহেদী তার সঙ্গে ফোর্স নিয়ে ঢাকা হাজারীবাগ থানার পুলিশের সহযোগিতায় সাইফুল খুব ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হন। অতঃপর তাকে গতকাল ১৫ই ডিসেম্বর কাজিরহাট থানায় নিয়ে এসে আদালতে প্রেরণ করেন। এই সংবাদ পেয়ে জয়নগর ইউনিয়ন সাধারণ মানুষ অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ ব্যাপারে মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান অত্র এলাকায় কোন সন্ত্রাস ও মাদক কারবারি থাকতে পারবে না। এদের বিরুদ্ধেও অভিজান অব্যাহত থাকবে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায় যেই হোক না কেন আমার কাছ থেকে কোন রেহাই পাওয়ার সুযোগ নেই।
Leave a Reply