নিউজ ডেস্ক
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় দু’টি শহরে গতরাতে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এ কথা বলেছেন।
লাভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, ‘অনেক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে’ তবে এই হামলায় কিছু ক্ষেপণাস্ত্র ‘আবাসিক ভবনে আঘাত হেনেছে’।
টেলিগ্রামে তিনি বলেন, ‘উপরের তলায় আগুন লেগেছে। আমরা লোকজনকে সরিয়ে নিচ্ছি। সমস্ত পরিষেবা ক্ষতিগ্রস্ত সাইটে রয়েছে।’
ইউক্রেনের অন্যান্য অংশে আঘাত করা প্রতিদিনের বোমা হামলা থেকে লাভিভ বেশিরভাগই রক্ষা পেয়েছে।
আন্দ্রি সাদোভি বলেন, রাশিয়ান আগ্রাসনের পর জুলাই মাসে বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছিল।
মেয়র ইগর পোলিশচুক বলেছেন, ‘লুটস্কের লাভিভ থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) উত্তরে (শহরের) একটি শিল্প প্রতিষ্ঠানে আঘাত হেনেছে।
তিনি বলেছেন,‘সমস্ত জরুরি পরিষেবা সাইটে রয়েছে।’
ভলিন অঞ্চলের গভর্নর ইউরি পোগুলিয়াইকোর মতে, এই হামলায় দুইজন আহত হয়েছে।
সূত্র: বাসস
Leave a Reply