কোর্ট রিপোর্টার: গত ১৪/১০/২০২৪ইং তারিখের আইন মন্ত্রণাল য়ের নিয়োগে ঢাকার দ্রুত বিচার আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম মারুফ। সাম্প্রতি তিনি বিজ্ঞ দ্রুত বিচার আদালত নং ৬,ঢাকার বিজ্ঞ বিচারকের কাছে উক্ত আদালতের বিচারিক কার্যক্রমে বিশেষ পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করেন।তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর গ্রামের মাওলানা মহিউদ্দিন আহম্মেদ-এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রীমকোর্টে একজন দক্ষ আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি হইতে আইন বিষয়ে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
মো. মাজহারুল ইসলাম মারুফ ছাত্র জীবনে ঢাকার মোহম্মাদপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকার সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিউট ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি ছিলেন।
তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং মোহাম্মদপুর থানা বিএনপির সহ-সম্পাদক ছিলেন।
গত ২০২৪ইং সালে বিএনপি মনোনীত তথ্য ও যোগাযোগ সম্পাদক পদপ্রার্থী হিসাবে এশিয়ার বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা আইনজীবি সমিতির তথ্য ও যোগাযোগ সম্পাদক, জিয়াউর রহমান ফাউণ্ডেশন-এর আইন সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি ল অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ছিলেন মাজহারুল ইসলাম মারুফ।
তিনি ২০১৪ইং সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে নিবন্ধিত আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। তিনি ২০১৮ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ওই বছর ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক মামলায় কারাবন্দী থাকায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তীতে ২০২২ইং সালের সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের পারমিশন লাভ করেন।
ছাত্রনেতা হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি নির্যাতিত ছাত্র-জনতাকে আইন সহায়তা দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম মারুফ।
Leave a Reply