বিনোদন ডেস্ক
বলিউডের নতুন প্রজন্মের নায়িকা ক্রিজান পেরেইরা ‘সড়ক-২’, ‘বাতলা হাউজ’সহ বেশ কিছু সিনেমা অভিনয় করেছেন। বেশ দর্শকপ্রিয়তাও লাভ করেছিলেন। কিন্তু কে জানতো মাত্র কয়েক মাসেই বদলে যাবে এ উদীয়মান নায়িকার জীবন।
ক্রিজানের সঙ্গে যা ঘটেছে রীতিমতো আতঙ্কের খবর। ২০২৩ সালের এপ্রিল থেকেই ভয়াবহ হয়ে ওঠে তার জীবন। এমনকি দুবাইয়ের শারজাহ সেন্ট্রাল জেলে চার মাসের বেশি সময় কাটাতে হয় তাকে। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল ক্রিজানকে।
কিন্তু পুরো বিষয়টা শুধু মাদক মামলা নয়। শিউরে ওঠার মতো ঘটনা। বিরাট চক্রে ফেঁসে গিয়েছিলেন নায়িকা।
জানা যায়, পাঁচ মাস আগে রবি নামের এক ব্যক্তি ক্রিজানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ক্রিজানকে আন্তর্জাতিক ওয়েব সিরিজের অফার দেন তিনি। প্রথমে রাজি না হলেও, বেশ কয়েকবার কথা হওয়ার পর রাজি হয়ে যান ক্রিজান। এবং সেই মতো দুবাইয়ে যান অডিশনের জন্য। তবে বিমানবন্দরে নামতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা।
তবে দুবাই যাওয়ার আগেই ওই ব্যক্তি মুম্বাই বিমানবন্দরে দেখা করেন ক্রিজানের সঙ্গে। এবং একটি ট্রফি বা মেমেন্টো তুলে দেন ক্রিজানের হাতে। এরপর দুবাই বিমানবন্দরে চেকিংয়ের সময় ওই মেমেন্টো থেকে ড্রাগ ধরা পাড়ে। আর তারপরই গ্রেফতার করা হয় তাকে।
ক্রিজানের পরিবার জানায়, দুবাই নামার পর থেকে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। পরে দুবাই প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে ফোন করে পুরো ঘটনা জানানো হয়। এরপর ১৩ লাখ রুপি খরচ করে আইনজীবী ঠিক করেন তার পরিবার।
মুম্বাই পুলিশকেও সব জানানো হয়। এমনকি বাড়ি বন্দক রাখার কথাও ভাবছিলেন পরিবার। ক্রিজানের পরিবার বারবার দাবি করেছে যে তাদের মেয়ে নির্দোষ। কিন্তু কেউ শোনেননি। চার মাস জেল খাটার পর অবশেষে ক্লিনচিট পান ক্রিজান। এবং ফিরে আসেন ভারতে। গতকালই তিনি ফিরেছেন।
মুম্বাই বিমানবন্দরে আবেগে ভেসেছে ক্রিজানের গোটা পরিবার। দিদিকে ফিরে পেয়ে আত্মহারা তার ভাইসহ সবাই। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়।
Leave a Reply