হায়দার হাওলাদার, বরগুনা: বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ ই অক্টোবর ২০২৪) সকাল ১০.০০ ঘটিকায় গুড নেইবারস বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর পক্ষ থেকে গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিস প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তালতলী ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহমিদা হক। এসময়ে তিনি সকলকে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরবন্দর মেনাজ উদ্দিন হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব অনুকুল চন্দ্র শীল। তিনি হাত ধোয়া দিবসের গুরুত্ব সম্পর্কে আলেচনা করেন। উক্ত অনুষ্ঠানে সঠিক পদ্ধতিতে হাত ধোয়া প্রদর্শন করান তালতলী সিডিপি এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুয়েল হাসান। এছাড়াও গুড নেইবারস্ বাংলাদেশ তালতলী সিডিপি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি. লরেন্স ঢালী- এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি এডমিন), মি. সুমন মল্লিক- অফিসার (হেল্থ) ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠান এর মাধ্যমে অংশগ্রহনকারীদের স্বাস্থ্য উপকরণ হিসেবে, সাবান, শ্যাম্পু এবং ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয় এবং শিশুদের নিয়ে একটি স্বাস্থ্যবিধি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply