রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মিরাকেলের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরাকেল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জুলকার নাইন বিপ্লব, ওএম আয়শা আক্তার নিপা, সিসিই রাব্বী লস্কর সুরাইয়া আলো,নুশরাত জাহান, সাদিয়া আক্তার, মোহিমা আক্তার ও নাদিয়া আক্তার উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সকল পর্যায়ের সেবাগ্রহীতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে, স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলাম মিরাকেল প্রতিষ্ঠা করেন। এখানে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রধান করা হয়।