রাজশাহী মহাগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম মাস্টারপাড়া নামক এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। গতকাল ৯ জুলাই সকাল ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার সহবুলের ছেলে তাজেল আলী (৩৪), জামসেদের ছেলে সাইফুদ্দিন (৬৫), বাকুলিয়া বিশ্বনাথপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুর রহমান (২৬) রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকার সেন্টু ইসলামের ছেলে শিমুল হোসেন (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ-ময়মনসিংহ- নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাজা পাচার করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তবে তারা অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে যোগাযোগ সমন্বয় করত। বাস-রিক্সা যোগে রাজশাহীতে গতকাল বুধবার ভোরে পৌছালে র্যাব-৫, সিপিএসসি’র একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুমের বড়বনগ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৬ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
আসামীরা জানায়, তারা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুদ রাখে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।