1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আবর আমিরাত বিএনপি নেতা ফরিদ মিয়া সংবর্ধনা ও আলোচনা সভা ফ্যাসিস্ট সরকার বিরোধী ডকুমেন্টারি বই আত্মপ্রকাশের প্রস্তুতি সভা কক্সবাজারে জাগ্রত জালালাবাদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ৫১জন মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন ফল জালিয়াতির দায়ে রাজশাহীর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী চাকরি থেকে বরখাস্ত মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার তহবিল হতে শিক্ষা বৃত্তি প্রদান রাজশাহী নেসকোতে নিয়োগ-বাণিজ্য ও অর্থ অপচয়ে শীর্ষ কর্মকর্তারা, নথি তলব দুদকের খুলনার দুটি স্পটে এনসিপির পথ সভা। মানিকগঞ্জে প্রাইমারি স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা ও গর্ভের সন্তান হত্যার চেষ্টা

মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ

মোংলা বন্দরের ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ নিয়ে আজ ১০ জুলাই দুপুরে মোংলা বন্দর কতৃপক্ষের সন্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলন আয়োজন করে কতৃপক্ষ। সংবাদ সন্মেলনে বন্দর কতৃপক্ষের সদস্য ( অর্থ) কাজী আবেদ হোসেন বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮৩০ টি। আর জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ টি। ২০২৪-২৫ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিকটন, লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ মেট্রিকটন। ২০২৪-২৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১.৪৫৬ টিইইউজ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০.০০০ টিইইউজ। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আয় হয়েছে ৩৪৩৩৩.০০ লাখ টাকা। আর লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩৮৭.০০ লাখ টাকা। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে গাড়ি আমদানি হয়েছে ১১৫৭৯ ইউনিট। তিনি বলেন, মোংলা বন্দরে বার্ষিক ১৫০০ টি জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে। কার্গো হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে ১.৫ কোটি মেট্রিকটন। কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১ লাখ টিইইউজ ও গাড়ি হ্যান্ডলিং সক্ষমতা ২০.০০০ ইউনিট। তিনি আরো বলেন, মোংলা বন্দরের প্রধান চ্যালেঞ্জ গুলো হলো ক্যাপিটাল ও সংরক্ষণ ড্রেজিং এর মাধ্যমে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা বৃদ্ধি এবং সংরক্ষণ। নিরাপদ ও দুষনমুক্ত পরিবেশ বান্ধব চ্যানেল নিশ্চিত করন। দক্ষিন পশ্চিম অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ চাহিদা পুরনের জন্য বন্দরের সক্ষমতা বৃদ্ধি। পুরাতন সহায়ক জলযান প্রতিস্থাপন ও নতুন জলযান সংগ্রহ। বিদ্যমান জলযান ও ইকুইপমেন্ট মেরামত সুবিধা সৃষ্টি করা, দক্ষ ও পর্যাপ্ত জনবল সৃষ্টি করা। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, বন্দর কতৃপক্ষের পরিচালক ( বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো: সিদ্দকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আবজালুল ইসলাম, উপ পরিচালক ( বোর্ড ও জনসংযোগ) মো: মাকরুজ্জামান ও উপ প্রধান অর্থ ও হিসাবরক্ষন কর্মকর্তা মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com