মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তহবিল হতে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান, উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর ২০জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং ৫৫জন
শিক্ষার্থীদের মাঝে ২লক্ষ ৬০ হাজার উপবৃত্তির টাকা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের
সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মাহাবুব হাসান ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া সহ প্রমূখ।
প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পরিচালিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুব্ধ নিঃগোষ্ঠীর জনগণের সন্তানদের নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং ১ম হতে দ্বাদশ শ্রেনীর অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে উপজেলায় ৫৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ২,৬০,০০০ টাকার ১ম হতে ৫ম শ্রেনী ৩০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ২,৫০০ টাকা করে,৬ষ্ঠ হতে ১০ম শ্রেনীর ১৫জন ছাত্র-ছাত্রী প্রত্যেকে ৬,০০০ টাকা করে এবং ১১-১২ শ্রেনীর ১০জন ছাত্র-ছাত্রী প্রত্যেক ৯,৫০০ টাকা করে এককালীন শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে।