মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ওপর নৃশংস হামলা ও গর্ভের সন্তান হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষিকা শাম্মি সুলতানা জানান, গত ২৭ জুন শুক্রবার জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মাজেদ খন্দকারের ছেলে মাসুদ খন্দকার, তার স্ত্রী সেফালি বেগম (৪৫) ও ইমরান খন্দকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।হামলাকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ঘরের দরজা ভেঙে লুটপাট চালায় এবং টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। হামলার সময় শাম্মি সুলতানা ও তার ভাইকে বেধড়ক মারধর করা হয়।অন্তঃসত্ত্বা শাম্মি সুলতানা অভিযোগ করেন, তিনি তিন মাসের গর্ভবতী হওয়ার বিষয়টি হামলাকারীরা জানার পরও তাকে পরিকল্পিতভাবে শারীরিক নির্যাতন করে গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা চালায়।
তিনি জানান, ঘটনার পরদিন ২৮ জুন হরিরামপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন।শিক্ষিকা শাম্মি সুলতানা অভিযোগ করে বলেন, হামলার পর থেকে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা এই শিক্ষিকা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।এ বিষয়ে হরিরামপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।