নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশের পাকা রাস্তায় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পিকআপটির বডির নিচে গোপন চেম্বারে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়িচালককে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।
মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।