বগুড়ায় জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। তরুণদের মাঝে ইসলামী আন্দোলনের আহবান ছড়িয়ে দিতে বগুড়া শহর জামায়াতের যুব ইউনিটের কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন শহর ছাত্রশিবির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন। সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রশিবির সাবেক সভাপতি আব্দুল হাদী শফিক।
সকালে শহর জামায়াতের কার্যালয়ে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে যুব ইউনিটের কমিটি করা হয়। নবগঠিত নেতৃত্ব ঘোষণা দেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আইনজীবি নুরুল ইসলাম আকন্দ।
শহর যুব ইউনিটের নবনির্বাচিত অন্যরা হলেন- সহ সভাপতি এনামুল হক রানা, সহ সেক্রেটারি নামিরুল হক জার্জিস, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, অধ্যাপক হারুনুর রশিদ, আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, মোস্তফা মোঘল, রফিকুল ইসলাম ও ফজলুল করিম বিপুল।
সাংগঠনিক সমাবেশে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ইসলামী বিপ্লবের মূল শক্তি যুব সমাজ। এজন্য তরুণদের প্রতি বেশি যত্নবান জামায়াতে ইসলামী। তরুণ ও ১০ দেশ গঠনের কাজে লাগানোর দায়িত্ব আমাদের।