বগুড়া ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসাই নাজমুল সরকারকে অস্ত্রের মুখে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। গত ০৯/০৭/২৫ ইং তারিখে আনুমানিক রাত ১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাত ১টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের সোহরাব হাজীর আঙ্গিনায় মেয়েকে কেন্দ্র করে একটি গ্রাম্য সালিশ বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নাজমুল সরকার। তিনি চৌকিবাড়ি উত্তরপাড়া গ্রামের খোকা মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে সানু মন্ডল (৩৮), পিতা- খোকা মন্ডল, আলা উদ্দিন (৪৮), পিতা-মৃত রমজান মন্ডল, মিঠু মন্ডল (৪৭), পিতা-মৃত অবির উদ্দিন মন্ডল, শফি মন্ডল (৪৩), পিতা- খোকা মন্ডল, আনোয়ার মন্ডল (৩৪), পিতা- খোকা মন্ডল, সর্বসাং-চৌকিবাড়ী, থানা-ধুনট, জেলা-বগুড়াগণ অজ্ঞাতনামা ৪/৫ জন তার পথরোধ করিয়া অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে নাজমুলের নিকটে থাকা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল সরকার জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ধুনট থানার অফিসার অমিত হাসান , লিখিত অভিযোগের ভিত্তিতে , বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।