1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার দুটি স্পটে এনসিপির পথ সভা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আবর আমিরাত বিএনপি নেতা ফরিদ মিয়া সংবর্ধনা ও আলোচনা সভা ফ্যাসিস্ট সরকার বিরোধী ডকুমেন্টারি বই আত্মপ্রকাশের প্রস্তুতি সভা কক্সবাজারে জাগ্রত জালালাবাদ’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬২.২৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ৫১জন মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন ফল জালিয়াতির দায়ে রাজশাহীর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী চাকরি থেকে বরখাস্ত মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার তহবিল হতে শিক্ষা বৃত্তি প্রদান রাজশাহী নেসকোতে নিয়োগ-বাণিজ্য ও অর্থ অপচয়ে শীর্ষ কর্মকর্তারা, নথি তলব দুদকের খুলনার দুটি স্পটে এনসিপির পথ সভা। মানিকগঞ্জে প্রাইমারি স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা ও গর্ভের সন্তান হত্যার চেষ্টা

খুলনার দুটি স্পটে এনসিপির পথ সভা।

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

আগামী শুক্রবার ১১ জুলাই জাতীয় নাগরিক পার্টি র (এনসিপির) পদযাত্রা অনুষ্ঠিত হবে। ঔই দিন বিকালে নগরীর শিববাড়ি মোড়ে এবং সন্ধ্যায় খলিশপুর শিল্পাঞ্চলে পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দলটির খুলনার নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গনসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পথসভায় ২০ থেকে ২৫ হাজার জনসমাগমের টার্গেট নিয়ে কাজ করছেন তারা। আজ ৯ জুলাই দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এনসিপি খুলনা জেলা কমিটি ও খুলনা মহানগর সংগঠকদের ব্যানারে পৃথক দুই সংবাদ সন্মেলনে এসব তথ্য জানানো হয়। কর্মসুচির মধ্যে – আগামী ১১ জুলাই কেন্দ্রীয় নেতারা নগরীর বায়তুন নুর মসজিদে জুমার নামাজ আদায় করবেন।বিকাল সাড়ে তিনটায় আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, বিকাল ৫ টায় শিববাড়ি মোড়ে পথসভা এবং সন্ধ্যা ৭ টায় পিপলস মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর পর চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গনসংযোগ পদযাত্রা করা হবে। জেলা কমিটির সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পদযাত্রা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক মাহফুজুল হোসেন ফয়জুল্লাহ বলেন, ছাত্র জনতা জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের স্বৈরশাসনের পতনের বছরপুর্তির দ্ধারপ্রান্তে আমরা। অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বার্তা, সংস্কার জুলাই ঘোষণা পত্র প্রনয়ন, গুম,খুন ও গনহত্যার বিচারের দাবিতে গনঅভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ গঠনে জুলাই পদযাত্রা করছে। যার ধারাবাহিকতায় আগামী ১১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের বার্তা নিয়ে খুলনাবাসীর সামনে উপস্থিত হবেন। তিনি আরো বলেন, ২৪ এর জুলাই – আগষ্টে যে শিববাড়ি মোড় থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ সারা খুলনায় ছড়িয়ে পড়েছিল সেই শিববাড়ি মোড়ে বছর ঘুরতেই জুলাই বিপ্লবীদের পুর্নমিলনী হবে। নতুন বাংলাদেশ গঠনের বার্তা নিয়ে জনতার দ্ধারে দ্ধারে যাবেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমরা। জনতার আকাংখা মতামত ও চাহিদা নিয়ে গঠিত হবে এনসিপির রাজনৈতিক বন্দোবস্ত। ইতিমধ্যে খুলনা জেলা এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গনসংযোগ শুরু করেছে। ২০- ২৫ হাজার মানুষকে টার্গেট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রচার ও প্রচারণা সেলের আহবায়ক ডা. মোঃ আব্দুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু ওয়াহিদ অনি, রুমি রহমান, এম সাজেদুল ইসলাম,গোলাম মোস্তফা সজীব মোল্লা, রাফসান, রফিক ওশান,সানজিদা আফরিন আখি, জয়দেব বৈদ্য প্রমুখ। এনসিপির মহানগর সংগঠকদের ব্যানারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আহম্মদ হামীম রাহাত। তিনি বলেন, ১১ জুলাই পদযাত্রা সফলে সকলকে পদযাত্রায় অংশগ্রহনের আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠক ফরিদ পাঠান, ইকবাল মোড়ল, তুহিন, এ্যাড: মঈনুল ইসলাম জীবন, রাবেয়া, সাদিয়া শিমু, রায়হান শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com