সংযুক্ত আরব আমিরাত আজমান শাখা বিএনপি নেতা ফরিদ মিয়াকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহত্তর টিলারগাঁও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, ৩৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা এই সংবর্ধনা প্রদান করেন।
বুধবার (৯ জুলাই) ৩৭ নং ওয়ার্ড টিলারগাঁও পয়েন্টে, টিলারগাঁও পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুন নূর মিয়ার সভাপতিত্বে এবং সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ ও সিলেট মহানগর ছাত্রদল নেতা মিসবা উল হক এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সিলেট মহানগর বিএনপি’র সদস্য ও ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্ছু, সিলেট মহানগর সেচ্ছাসেবক দল জালালাবাদ থানা শাখা আহবায়ক শফিকুল ইসলাম, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন, জিসাস সিলেট মহানগর সদস্য সচিব সাব্বির হোসেন জামিল, যুব দল সিলেট মহানগর সহ আইন বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল সাধারণ সম্পাদক বুলবুল হোসেন।
৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু মিয়া, সদস্য রাজা মিয়া, বিএনপি নেতা আত্তর আলী, আব্দুর রাজ্জাক, ওয়ারিছ আলী, সাকির মিয়া, সাজলু মিয়া, ফকির আলাউদ্দিন, আব্দুল আজিজ।
৩৭ নং ওয়ার্ড যুবদল নেতা রুবেল আহমদ, জামাল মিয়া, ইমরান আহমদ , সেবুল মিয়া। সেচ্ছাসেবক দল নেতা শামিম মিয়া, শহিদ খাঁ, সাইদ, তাজ উদ্দিন, ছাত্রদল নেতা ফাহিম আহমদ আলভী, শিমুল, রুমেল, তারেক, জুবেল, জামান, ফুয়াদ, রোমান।
সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নূর আলী।
ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন সম্রাট এর শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।