1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
স্লাব না থাকায় ডাস্টবিনে পরিনত ড্রেনেজ ব্যাবস্হা পানি নিষ্কাশনের পথ বন্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান হাটবোয়ালিয়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় বিরল আবেগঘন মুহূর্ত রাজশাহীতে সবজির দাম স্থিতিশীল, বেড়েছে আলু-তেলের দাম মাদ্রাসার জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে স্থানীয়দের সহযোগীতা চাইলেন অধ্যক্ষ কক্সবাজার আদালতে আরসাপ্রধান জুনুনি’র ৩ দিনের রিমান্ড লালপুরে ইমো হ্যাকিং ও মাদকের সাথে জড়িত, আটক- ১২ সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভারী বর্ষনে প্লাবিত বাগেরহাট পৌরসভাসহ বিস্তীর্ণ এলাকা বাগেরহাটে এ্যানজিন মেটাল ইন্ডাষ্ট্রিজের ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার- ৯ তালুকদার আব্দুল খালেক ও হাবিবুর নাহারের বিরুদ্ধে দুদকের মামলা

স্লাব না থাকায় ডাস্টবিনে পরিনত ড্রেনেজ ব্যাবস্হা পানি নিষ্কাশনের পথ বন্ধ

reporter শফিকুল বারি ,সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ চলছে । অনেক এলাকায় ড্রেনের উপর স্ল্যাব না থাকায় এগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কারের কোন উদ্যোগ ছিল না, কিন্তু বর্তমানে পৌর প্রশাসক শহরের প্রতিটা ওয়ার্ডে ড্রেইনের উন্নয়ন মূলক কাজ সহ ড্রেন গুলো সংস্কার করছেন, কিন্তু পূর্ব তেঘরিয়ায় পুরনো ড্রেইনের সংস্কার কাজে কোন অগ্রগতি নেই, তাই  অবস্থা আরও বেহাল হচ্ছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। পৌরশহরের ৭ নং ওয়ার্ডবাসী দ্রুত ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে গত কয়েক দিন ধরে,  পৌর শহরের ৭নং ওয়ার্ডের,আমপারা,লম্বা হাঠি,মাঝের হাঠি,মড়লহাঠি, সহ, বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানে ড্রেনের স্ল্যাব নেই। ময়লা-আবর্জনায় অনেক ড্রেন ভরাট হয়ে গেছে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক স্থানে ড্রেনগুলো ময়লার ও আবর্জনার  ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এগুলো আবার মশা-মাছির ‘নিরাপদ’ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা থাকলেও তা পর্যাপ্ত সংস্কার কাজ হচ্ছে। আবার কোনও কোনও এলাকায় ড্রেইন গুলো পানি নিষ্কাশনের পরিবর্তে ডাস্টবিনে পরিনত হয়ে আছে। অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি সড়কে ওঠে। এছাড়া ময়লা-আবর্জনা জমে থাকায় ড্রেন প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। পশ্চিম তেঘরিয়া বাসিন্দা রিফাত আলম বলেন, আমাদের এলাকার গৌরাঙ্গ বাবুর বাড়ির সামনে রাস্তায় সবসময় পানি জমে থাকে, আমাদের এখানে যে ড্রেনগুলো রয়েছে তাতে সবসময়ই দুর্গন্ধ ছড়ায়। অনেক ড্রেনে ঢাকনা নেই। যার কারণে অনেকেই ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন। এগুলো দ্রুত সমাধান করা দরকার। পৌর কর্তৃপক্ষের কাছে সবগুলো ড্রেনের ওপর ঢাকনা দেয়ার দাবিও জানান তিনি। শহরের লম্বা হাঁটির বাসিন্দা কামাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার না করায় এগুলোর অবস্থা খুবই নাজুক। ড্রেনের মধ্যে অনেকে ময়লা-আবর্জনা ফেলে দেয়। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এছাড়া অনেক জায়গায় ডাস্টবিন নেই। বাধ্য হয়ে মানুষজন ড্রেনেই ময়লা ফেলে। মাঝের হাটির বাসিন্দা মনি মিয়া বলেন, ড্রেন যেন মশার কারখানা। মশার যন্ত্রণায় দরজা-জানালা বন্ধ করেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। জনভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা। মড়ল হাঁটির বাসিন্দা খলিল মিয়া বলেন, শহরের বেশিরভাগ ড্রেনের উপর ঢাকনা নেই। অসচেতন মানুষজন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলে। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়া পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হয়। আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে যেন পৌর কর্তৃপক্ষ এবিষয়ে কার্যকর উদ্যোগ নেয়। তেঘরিয়ার বাসিন্দা রফিকুল ইসলাম  বলেন, অন্তত এই অন্তর্বতী সরকারের আমলে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি আমরা দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com