নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেয়া হয়। সকাল ১১ টায় সিংড়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল ও উপজেলা মৎস্য দপ্তর।
সংশ্লিষ্ট সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার তিনটি দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যেগুলো দীর্ঘদিন ধরে গোপনে মজুত রেখে অবৈধভাবে বিক্রয়ের পরিকল্পনা করা হচ্ছিল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়