বগুড়া ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের আরকাটিয়া বাজারের পশ্চিমে ইছামতী নদীতে এক নবজাতকের লাশ। ০৮ই জুলাই -২৫ইং আনুমানিক সকাল ১১.০০টায় বাচ্চার লাশটি ব্যাগে ভাসমান অবস্থায় ছিল, ইতিমধ্যে, মঞ্জিলা নামে এক মহিলা ঘাস কাটার জন্য নদীর ধারে আসে। হঠাৎ, মহিলা দেখতে পায়, নদীর ধারে একটি ব্যাগ দেখতে পেয়ে নদীর কিনারাই টেনে নেয়। পরে, ব্যাগের ভিতরে বাচ্চার মুখ দেখতে পায় এবং লোক জনকে জানায়।
স্থানীয়,সূত্রে জানা যায় বাচ্চার লাশটি নদীর পশ্চিম দিক থেকে আসে। কে বা কাহারা এমন দৃশ্য সৃষ্টি করলো এখনও জানা যায়নি
বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে বলে স্থানীয় বাসি জানান। প্রশাসনের সুদৃষ্ট কামনা এবং এ-র সঠিক তথ্য সংগ্রহে আইনি ব্যবস্থা গ্রহণে স্থানীয় বাসি আশাবাদী।