1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চাঁদাবাজির অডিও ফাস, খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের দুই নেতাকে শোকজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর সিলেট চলমান পরিবহন ধর্মঘট স্থগিত বরগুনার বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স,ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন প্রদান ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি প্রদাণ সেনা বাহিনী ও নৌ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র – গুলি ইয়াবা সহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার নাচোলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ  শেরপুরে জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন বাগেরহাটের সৌদি খেজুর চাষে সফল জাকির হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত,উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত

চাঁদাবাজির অডিও ফাস, খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের দুই নেতাকে শোকজ

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ

খুলনায় মেলার আয়োজকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের অফিসিয়াল ফেজবুকে পেজে গত রাতে শোকজের চিঠি আপলোড করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামের করা শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপহ্নি কার্যকলাপের সাথে যুক্ত হয়েছেন। এধরণের কর্মকান্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমুর্তি জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা এই নোটিশ প্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংগঠন আপনার বিরুদ্ধে একতরফা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে? সম্প্রতি চাদা দাবির ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট স্বত্ত্বাধিকারী মন্টু মিয়ার কাছে ১০ টাকা দাবি করতে শোনা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডর একটি অংশে মেলার আয়োজক মন্টুকে বলতে শোনাযায়, আমার দ্ধারা সবাইকে কি ঠান্ডা করা সম্ভব। আমার কাছে দুই টাকা রেডি আছে, আপনি বললে এখনই দিয়ে যাবো। জবাবে আজাদ বলেন, আমি পারবো সবাইকে ঠান্ডা করতে, এটুজেড সবাই ঠান্ডা থাকবে। কেউ ঔই দিকে ঘুরেও তাকাবে না- যদি ১০ টাকা দেন। আর যদি না দেন তাহলে আজ এ গ্রুপ যাবে, কাল অন্য গ্রুপ যাবে, আপনি কজনকে ঠান্ডা করবেন? রেকর্ডের পুরো অংশ জুড়েই লেনদেনের কথা উল্লেখ রয়েছে। কল রেকর্ড সম্পর্কে মন্টু মিয়া বলেন, ” ঔইটা পুলিশ নারী কল্যান সমিতি ( পুনাকের মেলা) ছিল। পুলিশের মেলা তারপরও আমার কাছে ১০ লাখ টাকা চাইছে। অনেক কষ্টে ৩ লাখ দিয়ে তাদের ঠান্ডা করেছি। ঔই মেলায় আমার অনেক লস হইছে। এব্যাপারে অবশ্য সাজ্জাদুল ইসলাম আজাদ ও জহুরুল তানভীর ঔই রেকর্ডেতে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তারা বলেন, খুলনায় মেলাকে কেন্দ্র করে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে। ঔই মেলার মালিক মন্টু ছিল না। মন্টু নিজেই একটা প্রতারক। এডিট করে আমাদের অডিও ছড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com