মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকা থেকে ১,৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ৬ জুলাই ২০২৫ ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় থানা মোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।শিবালয় থানা সূত্রে জানা গেছে, এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৪০ মিনিটে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একটি যাত্রীবাহী সিএনজি থামালে এক যাত্রী পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।আটককৃত যুবকের নাম বিপ্লব ত্রিপুরা ওরফে হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৭)। তার পিতার নাম বিমল কান্তি ত্রিপুরা এবং মাতার নাম ধন লক্ষ্মী ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা গ্রামের বাসিন্দা।
তল্লাশির সময় বিপ্লবের ধূসর রঙের জিন্স প্যান্টের ভেতরের আন্ডারওয়্যার থেকে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৮০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব ত্রিপুরা জানিয়েছেন, তিনি ইয়াবার চালান টেকনাফ থেকে সংগ্রহ করে পাবনা জেলার এক নারীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ওই নারীর নাম মোসাঃ নার্গিস আক্তার (৩৬), তিনি পাবনা জেলার সুজানগর থানার সৌক্ষেতুপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক নার্গিস আক্তারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।