চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অগ্নিকাণ্ড কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন সদ্য বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, ৮জুলাই দুপুরে উপজেলা চত্বরে জনপ্রতি এক বান করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে নগদ অর্থ এবং ১শত ৫০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন, মাধ্যমিক কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাচোল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ অন্যান্যরা।