1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজশাহীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর সিলেট চলমান পরিবহন ধর্মঘট স্থগিত বরগুনার বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স,ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন প্রদান ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি প্রদাণ সেনা বাহিনী ও নৌ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র – গুলি ইয়াবা সহ ৪ জন সন্ত্রাসী গ্রেফতার নাচোলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ  শেরপুরে জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন বাগেরহাটের সৌদি খেজুর চাষে সফল জাকির হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত,উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত

রাজশাহীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী 
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ

একে অপরকে ‘আ.লীগ’ বললেন দুই ভাই সংবাদ সম্মেলনে ফ্ল্যাটে ঢোকার ফুটেজ দেখান মেহেদী হাসান সিজার। সংবাদ সম্মেলনে ফ্ল্যাটে ঢোকার ফুটেজ দেখান মেহেদী হাসান সিজার।  রাজশাহীতে দুই ভাই একে-অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে দুজনই একে অপরকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ বলে দাবি তুলেছেন। প্রমাণ হিসেবে বড় ভাই ছাত্রলীগের নেতার সঙ্গে ছোট ভাইয়ের ছবি দেখিয়েছেন। আর ছোট ভাই দেখিয়েছেন তাঁর বড় ভাইকে দেওয়া জেলা আওয়ামী লীগের একটি প্রত্যয়নপত্র।

রাজশাহী নগরের শালবাগান এলাকার বাসিন্দা মেহেদী হাসান সিজার ও তাঁর ছোট ভাই মাহমুদ হাসান শিশিল শনিবার এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। তাঁদের বাবার নাম মাহবুব আলম। প্রয়াত মাহবুব আলম রাজশাহীতে এক নামে ‘মাহবুব কন্ট্রাক্টর’ নামে পরিচিত। মাহবুব আলমের মৃত্যুর পর তাঁর সম্পত্তির বণ্টন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে।

জানা গেছে, এঁদের মধ্যে শিশিল রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি। গত বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নগরের পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন। প্রচার করা হয়, এই ভবনে নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি অবস্থান করছেন। পরে ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এই ফ্ল্যাটে থাকেন সিজারের শাশুড়ি হাবিবা আক্তার মুক্তা। সেখানে তল্লাশি চলাকালেই যুবলীগ নেতা রনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোকে ফোন করেন। বলেন, ‘এত কষ্ট করে লাভ নেই। তিনি আছেন অনেক দূরে।’ এরপরই রনিকে ধরার ওই অভিযান শেষ হয়। তারপর হাবিবা আক্তার মুক্তা অভিযোগ তোলেন, যুবলীগ নেতা রনিকে ধরতে এই তল্লাশি নয়। তাঁর জামাতা সিজারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁদের ভয় দেখাতে ‘মব’ সৃষ্টি করা হয়েছে। তল্লাশির নামে বাড়িতে চালানো হয়েছে লুটপাট। এই অভিযোগে শুক্রবার দুপুরে শিশিলসহ কয়েকজনের নামে তিনি থানায় মামলাও করেন। পরে শনিবার সকালে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন হাবিবা আক্তার মুক্তা ও তাঁর জামাতা সিজার। আর বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিশিল।

সকালে সংবাদ সম্মেলনে সিজার দাবি করেন, তাঁর ভাই বাবার রেখে যাওয়া ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পদ একাই ভোগদখল করছেন। তাঁকে কিছুই দেওয়া হয়নি। এমনকি তাঁর বাবার দুটি আগ্নেয়াস্ত্রও নিয়েছেন ছোট ভাই শিশিল। একজন দুটি অস্ত্র না পেলেও আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ডিও লেটার দিয়েছিলেন শিশিলের পক্ষে। ফলে জেলা প্রশাসন দুটি আগ্নেয়াস্ত্রই শিশিলকে দিয়েছে। এ সময় ভাইকে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ’ প্রমাণ করতে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীবসহ কয়েকজন নেতার সঙ্গে শিশিলের ছবি দেখান সিজার।

বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিশিল। সেখানে তিনি ভাইয়ের তোলা সব অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, তাঁর ভাই-ই ছাত্রলীগ করতেন। তাঁর ভাই ২৮তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তখন তাঁর জন্য সুপারিশ করে প্রত্যয়নপত্র দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। এই প্রত্যয়নপত্রে সিজারকে ছাত্রলীগ বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি প্রত্যয়নপত্রটি দেখান। সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন মাহমুদ হাসান শিশিল।  সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেন মাহমুদ হাসান শিশিল। শিশিল দাবি করেন, ‘মব’ সৃষ্টি করে ভয় দেখাতে তাঁরা তাঁর ভাইয়ের শ্বশুরবাড়ি যাননি। তাঁরা খবর পান যে ওই বাড়িতে যুবলীগ নেতা অবস্থান করছেন এবং কিছু মানুষ ভবনটি ঘেরাও করেছেন। ‘উত্তেজনা প্রশমিত’ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে তাঁরা সেখানে যান। যাওয়ার পরে তাঁরা জানতে পারেন, এটি বড় ভাইয়ের শ্বশুরের ফ্ল্যাট। মামলাটি মিথ্যা দাবি করে তিনি দ্রুত সেটি প্রত্যাহারেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিশিলের সঙ্গে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্যসচিব আসাদুজ্জামান জনি, নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
https://www.youtube.com/watch?v=oQgYdUcHod0
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com