কপাল যদি পোড়া…
তাইতে হয়নি লেখাপড়া।
কপাল যদি হয় পোড়া।।
অদূরেই ছিল পাঠ্যশাল,
দু’চোখ দেখতাম…
পাঠ্যশালা…..খোলা,
ভুঝ ছিলোন এক তোলা
মূর্খ মতিরে বলবি তোরা।
কপাল যদি হয় পোড়া।।
সে কালে…
শিশু বন্ধুরা যেত স্কুলে
দুস্তর মহা কবলে
সংসারের হাল ছিলো হাতে ধরা।
কপাল যদি হয় পোড়া।।
মায়ের আঁচলে ভেজা ঘাম,
ধানে চালে শূন্য ড্রাম,
বই-খাতার নাই নাম
ভাই বোন ডজন জোড়া।
কপাল যদি হয় পোড়া।।
চাইলেও পারিনি কাঁদতে,
ভাগ্যে ছকে ছিলাম গর্তে
গহিন পর্বত পার্বত্যে
জগতের নগদ মরা।
কপাল যদি হয় পোড়া।।