মুগদা প্রেসক্লাবের সদ্য প্রয়াত দপ্তর সম্পাদক মো. ফারুকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আজ ৪ জুলাই ২০২৫ (শুক্রবার) মুগদাস্থ ক্যাফে মদিনা এ্যান্ড কাবাব-এর ২য় (তলায়) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুগদা প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, মো. শামছুল আলম মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও), কমল চৌধুরী নির্বাহী সম্পাদক দৈনিক সকালের সময়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. জাহিদুল আলম দৈনিক আমার বার্তা, মো. বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব, মুগদা শাখা।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, ফারুকুল ইসলামের কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এফবিজেও এর মহাসচিব বলেন, ফারুক ভাই একজন অত্যন্ত সাদা মনের মানুষ ও একজন দক্ষ সংগঠক ছিলেন।
অনুষ্ঠানে মুগদা প্রেসক্লাবের যারা উপস্থিত ছিলেন তারা হলেন, জাহানারা বেগম সেফু সাংগঠনিক সম্পাদক, উর্মি রহমান মহিলা বিষয়ক সম্পাদক, কাজী রাকিব আলম সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সালাহ উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক ও মো. সাইফুল ইসলাম সদস্য প্রমুখ। অংশগ্রহণকারী সকল সদস্যগণ স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করে, সকলে ফারুকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা।
সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বলেন, ফাদরুক ভাই একজন সদা হাস্যোজ্জল লোক ছিলেন, একজন সুন্দর ও সাদা মনের মানুষ ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।
সভাপতি বক্তব্যে মো. আমিনুল ইসলাম, ফারুকুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন, তার মৃত্যুতে মুগদা প্রেসক্লাব একজন দক্ষ সংগঠককে হারালো। তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া কামনা করা হয়। ফারুকুল ইসলামের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া কামনা করা হয়।