০৫ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ০৪২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৬/৬-এস বরাবর ভারতের অভ্যন্তরে হতে ০৬ জন (০২ জন পুরুষ, ০২ জন মহিলা এবং ০২ জন শিশু) বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তর হতে পুশ ইনকৃত নিম্নবর্ণিত ০৬ জন নাগরিককে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে।
১। মোঃ সজীব হোসেন (৩০), পিতা-হাবিবুর রহমান, গ্রাম-কালডাঙ্গা, পোস্ট-বনগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
২। মোসাঃ খাদিজা খাতুন (৩০), স্বামী-মোঃ সজীব হোসেন, গ্রাম-কালডাঙ্গা, পোস্ট-বনগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৩। মোঃ ইয়ানুর ইসলাম (০৮), পিতা-মোঃ সজীব হোসেন, গ্রাম-কালডাঙ্গা, পোস্ট-বনগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৪। মোসাঃ সাদিয়া খাতুন (০১), পিতা-মোঃ সজীব হোসেন, গ্রাম-কালডাঙ্গা, পোস্ট-বনগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৫। মোঃ ইকরাম মোল্লা (৩১), পিতা-সিদ্দিক মোল্লা, গ্রাম-সাতবাড়ীয়া, পোস্ট-পিরোলীস্থান, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
৬। মোছাঃ কহিনুর বেগম (৩০), পিতা-সিদ্দিক মোল্লা, গ্রাম-সাতবাড়ীয়া, পোস্ট-পিরোলীস্থান, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক বিজিবি র জিজ্ঞাসাবাদে জানাযায় তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (০২ মাস – ০১ বছর ০৬ মাস সময়কালে) দালালের মাধ্যমে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ হতে মুম্বাই, ভারতে গমন করেছিল। আনুমানিক ০৮-১০ দিন পূর্বে মুম্বাই পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ গত ০৪ জুলাই ২০২৫ তারিখ সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়।
আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান। উল্লেখ্য, বর্ণিত ঘটনার প্রতিবাদে বিজিবি এর পক্ষ হতে অদ্য ০৫ জুলাই ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করেছে।