রূপগঞ্জের একটি এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করে এলাকাবাসীর নাভিশ্বাস তুলে দেওয়া এক যুবক আজ বিকালে হাতেনাতে ধরা পড়েছে। শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে স্থানীয় জনগণ তাকে চুরি করার সময় ধরে ফেলেন এবং পরে এলাকার মানুষের ভীড় জমে যায়।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, অভিযুক্ত ওই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা-বাড়ি থেকে মোবাইল ফোন, মূল্যবান সামগ্রী এবং বাইরে রাখা দরকারী আসবাবপত্র চুরি করে বিক্রি করে আসছিল। এর ফলে এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের পরিবারও তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং আজকের ঘটনার পর পরিবার নিজেই এলাকাবাসীর সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়েছে। পরে এলাকাবাসীর উদ্যোগে এক প্রকার ‘গণধোলাই’ দেওয়া হয় তাকে।
পরবর্তীতে এলাকাবাসী ও পরিবারের সম্মতিতে তাকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়ভাবে তাকে আটকে রাখা হয়েছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানা গেছে।
এলাকার একজন সিনিয়র ব্যক্তি বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এই ছেলেটি বারবার চুরি করছিল। আজ তাকে হাতে-নাতে ধরা হয়েছে, এলাকাবাসীর সবার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”