খুলনায় দর্বৃত্তের গুলিতে মেহেদি হাসান রোহান (২১) নামের এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ঔই যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যুবক মুজাহিদ পাড়া এলাকার বাসিন্দা। সে ঔই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাবাসী সুত্রে জানাগেছে, রাত সোয়া ১ টার দিকে অজ্ঞাতনামা ৩ যুবক কথা আছে বলে ডেকে নেয়। পরে তাকে লক্ষ্য করে ঔই যুবকরা গুলি করতে থাকে। একটি গুলি তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। গুলির শব্ধ শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনজন সন্ত্রাসী ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। রোহান মুজাহিদ পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে খুলনা এবং লবনচরা থানায় একাধিক অভিযোগ রয়েছে। রোহান সন্ত্রাসী নুর আজিম গ্রুপের সদস্য এবং এলাকায় অপর মাদক ব্যবসায়ী ফয়সালের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ চলছে। এঘটনাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে ঔই সুত্রটি জানায়। লবনচরা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুজ্জামান বলেন, গোলাগুলির ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান ।