ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের মালিঝি নদীর উপর অবস্থিত বায়রাখালি ব্রিজ থেকে ঐতিহ্যবাহী পুটিয়া বাজার পর্যন্ত রাস্তার বেহালদশা ছিল দীর্ঘদিন ধরে। মালিঝি নদীর তীরবর্তী এ রাস্তার দুর্ভোগে ছিল হাজার হাজার মানুষ।
সম্প্রতি ২০২৪/২৫ অর্থবছরের কাবিটা কর্মসূচির আওতায় বায়রাখালি ব্রীজের নিকট থেকে পুটিয়া বাজারগামী প্রায় ৩০০০ ফুট সলিং রাস্তার কাজ০৩/০৭/২৫ তারিখে বৃহস্পতিবার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার , ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,যেহেতু ৩০০ ফুট সলিং রাস্তা, এ রাস্তার কোয়ালিটি, গুণগতমান, ঠিক আছে কিনা আমরা পরিদর্শন করতে এসেছি। তিনি বলেন, আপনারা জানেন যে, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার দিকনির্দেশনায় এই অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম গুলো আমরা সরে জমিনে পরিদর্শন করছি । এ রাস্তাটি এই এলাকার মানুষের স্বপ্নের রাস্তা। দীর্ঘ দিনের জনদুর্ভোগ দূর হলো।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায় যে, বিভিন্ন বিজ্ঞ মহল বলেন, সত্যি একটি স্বপ্নের রাস্তা মেরামত হল। এ রাস্তার জন্য এলাকার জনগণের রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি পেল। আমরা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।