এ যে মম জ্ঞানের কপি।
তোমার পান্ডুলিপিতে
আমার লেখা স্বরলিপি।
এযে মম জ্ঞানের কপি।।
কথাকলি সবগুলি
আমার স্বরচিত
স্বপ্ন খচিত
রত্ন লংকারের স্বর্ণ রুপি।
এ যে মম জ্ঞানের কপি।।
তুমি খরিদ্দারি
তোমার কিসের বাহামদুরি
কাব্যের বুকে মেরেছো ছুরি কাব্য করেছ চুরি,
তুমি সাহিত্যশালার চির জ্ঞান পাপী।
এ যে মম জ্ঞানের কপি।।