1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিলেটের বিয়ানীবাজারে ঝুকিপূর্ণ গ্যাস রাইজার পরীক্ষায় আগ্রহ কম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে জুস রপ্তানি শুরু বিরুলিয়ায় যুবদলের নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা, তৃণমূলে মোঃ লতিফুর রহমান খানের জোরালো সমর্থন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ আইডিয়া সাবমিশন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় গ্রেফতার দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে ডিবি পুলিশের অভিযান শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ তত্বাবধায়কের বিরুদ্ধে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পদার্পণে  দিবসটিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন জলঢাকায় মধ্যরাতে ১১৮ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ  বিআরটিএ-এর সহকারী পরিচালকের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সীকার মালিক সমিতির সভা দক্ষিণ সুরমা’র গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসায় মরহুম আয়াত উল্লাহ হল রুমের উদ্বোধন সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আট বন্দীর মুক্তি

সিলেটের বিয়ানীবাজারে ঝুকিপূর্ণ গ্যাস রাইজার পরীক্ষায় আগ্রহ কম

reporter সিলেট থেকে বিশেষ প্রতিনিধি সাদিক হোসেন এপলু
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

সিলেট জেলার বিয়ানীবাজারে মাটির নিচ দিয়ে স্থাপিত গ্যাস বিতরণ পাইপলাইনে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রায় দুই দশক আগে এসব গ্যাস বিতরণ পাইপলাইন বসানো হয়েছিল। পাইপ ক্ষয় এবং উন্নয়ন কাজে খোঁড়াখুঁড়ির কারণে মাটির নিচে থাকা গ্যাস বিতরণ পাইপলাইনের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে। এখানে স্থাপিত রাইজার কিংবা পাইপ লাইন স্থাপনের পর থেকে আর কোন পরীক্ষা করা হয়নি। উপজেলার সহস্রাধিক ত্রুটিপূর্ণ রাইজার ঝুকিমুক্ত করতে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে পুরাতন এসব পাইপলাইন ও রাইজার পরিবর্তন ও পরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

বিয়ানীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষ বলছে, ‘গ্যাস বিতরণ পাইপলাইনের ৫০ বছরের কার্যক্ষমতা রয়েছে। এসব পাইপলাইন খুবই উন্নতমানের। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও ঝুমিুক্ত।’

সংশ্লিষ্টরা জানান, বিয়ানীবাজারে গ্যাস সরবরাহ শুরু হয় ২০০০ সালের দিকে। তখনই মাটির নিচে গ্যাসের বিরতণ নেটওয়ার্ক স্থাপন করা হয়। এর মধ্যে এসব বিতরণ পাইপলাইন আর পরিবর্তন করা হয়নি। জানা যায়, বিয়ানীবাজারে কোনো মাস্টারপ্ল্যান্ট অনুসরণ করে গ্যাস লাইন স্থাপন করা হয়নি। গ্যাস বিতরণ লাইনের ওপর বিভিন্ন স্থানে ছোট-বড় স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার লাইন স্থাপন ও উন্নয়নকাজে খোঁড়াখুঁড়ির কারণে গ্যাস বিতরণ পাইপলাইন অনেক জায়গা্য় ঝুকিপূর্ণ হয়ে গেছে। বিগত সময়ে রাইজার বিস্ফোরনের অনেকেই আহত হয়েছেন।

জালালাবাদ গ্যাস টিএ্যান্ডডি সিস্টেম লিমিটেডের স্থানীয় অফিস প্রধান সুলতান আহমদ জানান, উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার গ্রাহক রয়েছেন। এখানকার ৮ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন রয়েছে। এসব পাইপলাইন ২ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি পর্যন্ত স্থাপন করা হয়েছে।

এদিকে রাইজার হলো গ্যাস-সংযোগের গুরুত্বপূর্ণ একটি উপাদান। রাইজারে বাল্ব, মিটার ও রেগুলেটর থাকে। এর মাধ্যমে গ্যাসের চাপ (প্রেশার) কমানো হয়। পাশাপাশি রেগুলেটরের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। একটি রাইজার ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে বহু বছর পর্যন্ত ব্যবহার করা যায়। রাইজারে ত্রুটি থাকলে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। সিলেট জেলার বিয়ানীবাজার পৌরশহর কিংবা গ্রামীণ এলাকায় রাইজার বা পাইপ লাইন পরীক্ষার ক্ষেত্রে কোন উদ্যোগ চোখে পড়েনি।

স্থানীয় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন কারণে গ্যাসলাইনে ত্রুটি বা ছিদ্র হতে পারে। এ জন্য স্থাপিত রাইজারগুলো অথবা সংযোগ পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, গ্যাসলাইনের কোথাও ছিদ্র আছে কি না, তা বের করতে নিয়মিত বিরতিতে রাইজার পরীক্ষা করা উচিত। লাইনে ছিদ্র থাকলে গ্যাসের অপচয় বাড়বে। রাইজারের কোনো বাল্ব সিল নষ্ট কি না, তা ঠিকমতো কাজ করছে কি না, লাইনে কোনো প্রকার বাহ্যিক বস্তু আছে কি না, তা দেখতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com