প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন মিথ্যা তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমে নৈতিক মান বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেয় এবং মিডিয়াকে সহায়তা করার একটি কার্যকর কাঠামো গড়ে তোলে।
বুধবার ইউনেস্কোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান ড. ইউনূস।
এই সাক্ষাৎ হয় ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে প্রণীত “An Assessment of Bangladesh’s Media Landscape: Focusing on Free, Independent and Pluralistic Media” শীর্ষক প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এই প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন মিথ্যা ও ভুয়া তথ্য। এসব বিভ্রান্তিকর তথ্য অনেক সময় দেশের বাইরে থেকে ছড়ানো হয়, যার সঙ্গে কিছু স্থানীয় গোষ্ঠীও জড়িত। এটি যেন এক ধরনের চলমান তথ্য-বোমা হামলা।”
তিনি আরও বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচলিত গণমাধ্যমও অনেক সময় এই অপপ্রচারের উৎস হয়ে ওঠে। জাতিসংঘকে অনুরোধ করবো—আপনারা শুধু সরকারের সঙ্গে নয়, মিডিয়ার সঙ্গেও কথা বলুন। একটি স্বাধীন নীতিমালার প্রয়োজন, যেন যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তবে তাদের মনে করিয়ে দেওয়া যায়—তারা আর বিশ্বাসযোগ্য নয়।”
ড. ইউনূস বলেন, “আপনারা জাতিসংঘের প্রতিনিধিত্ব করেন। আপনাদের বক্তব্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের পূর্ণ সমর্থন চাই।”
উত্তরে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনে ‘স্ব-নিয়ন্ত্রণ’ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। কী কাজ করছে আর কী করছে না—তা বিশ্লেষণ করে আন্তর্জাতিক মান অনুসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং বিচার বিভাগকে এই মানের সঙ্গে নিজেদের কাজকে আরও সমন্বয় করতে প্রশিক্ষণের প্রয়োজন হবে।
ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনটিতে সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষভাবে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও বার্তাকক্ষের পরিবেশ সংক্রান্ত সুপারিশ করা হয়েছে। তিনি মনে করেন, এসব বিষয়ে সরকারের পদক্ষেপে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতিবেদনটি ইউনডিপির Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের আওতায়, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে ইউনেস্কোর ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।