দিনাজপুরের হাকিমপুর পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে, যেখানে জনগণের ওপর নতুন করে কোনো করারোপ করা হয়নি। ১ জুলাই বিকেল সাড়ে তিনটায় পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, হিসাব সহকারী হাবিবা খাতুন, হাকিমপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,
হিলি প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এসময় চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা। এর মধ্যে রাজস্ব থেকে আয় ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৪৬৫ টাকা এবং উন্নয়ন আয় ২৪ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা। এর মধ্যে রাজস্ব বাবদ ব্যয় ২ কোটি ০৮ লাখ ১৫ হাজার ২১২ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৪ কোটি ৫০ লাখ টাকা। সম্ভাব্য রাজস্ব স্থিতি ধরা হয়েছে ২০ লাখ ১৩ হাজার ২৫৩ টাকা।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আয় ও ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৯২ লাখ ০৩ হাজার ১৭৯ টাকা।
হাকিমপুর পৌরসভার পৌর প্রশাসক অমিত রায় বলেন, এই বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করারোপ করা হয়নি। নতুন বাজেটে হাকিমপুর পৌরসভা এবং হিলি স্থলবন্দরের প্রধান সমস্যাগুলো যেমন জলাবদ্ধতা, রাস্তাঘাট, ড্রেন ও ফুটপাত নিরসনে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সাথে, বর্জ্য ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।